Navigation

ভৈরব নগর বয়ারখোলা ব্রিজের ট্রাক-পিকআপ সংঘর্ষে ৬ জন নিহত ও 10 জন আহত


মোঃ মামুন হোসেনঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়েকের পাটকেলঘাটা ভৈরব নগরে মালবাহী ট্রাকও পিক আপের মুখোমূখি সংঘর্ষে কালিগঞ্জের ৬ জন নিহত হয়েছে সাথে সাথে আরও ১০ জন আহত হয়েছে। 
আসাননগরে সংগঠিত সংঘর্ষে নিহত ব্যক্তিরা সবাই সাতক্ষীরার  কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা কালিকাপুর গ্রামের। পারিবারিক সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৃজনী ফুড প্রোডাক্টস এর একটি পিকআপ ভ্যান খুলনা থেকে আসার পথে সাতক্ষীরা জেলার  কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ১৫জন যাত্রী তুলে নেয়।
 পিকআপ ভ্যানটি পাটকেলঘাটার ভৈরব নগর পৌছালে ভোমরা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক (যশোর-ট-১১-৩৫২৪) এর সাথে পিকআপের মূখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে কালিকাপুর গ্রামের মৃত ইউসুফ সরদারের পুত্র গাড়ীচালক সাইদুর রহমান (৩৫), মনিরুজ্জামানের পুত্র ও কন্যা আশিকুজ্জামান (১২), মিম খাতুন (৫), মনিরুজ্জামানের মা আকলিমা বেগম (৪৬), শাহিন হোসেনের পুত্র সাব্বির হোসেন (৮), হাজ্বী মোহম্মদ হোসেনের স্ত্রী নুর বানু (৪৫) মৃত্যু হয়।
 এসময় মারাত্বক আহত অবস্থায় ৬ জন কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘাতক ট্রাকটিকে  পাটকেলঘাটা পেট্রোল পাম্পের কাছ থেকে পুলিশ গ্রেফতার করেছে। কৃষ্ণনগর ইউনিয়নের কৃষান মজদুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তরুন জানান, নিহতরা সবাই খুলনায় তাদের আত্নীয় এলাহি বক্সের বাড়ীতে যায়। সেখানে তাদের মৃত আত্নীয়ের জানাজা শেষে কালিগঞ্জ উপজেলার  তালতলা কালিকাপুর গ্রামে ফিরে আসার পথে এ দূর্ঘটনা ঘটে।
 দূর্ঘটনার খবর এলাকায় পৌছালে সেখানে আর এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এলাকা জুড়ে এখন শোকের মাতম চলছে। তালতলা কালীকাপুর বাড়ী ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদোয়ান হাসান বলেন, ঐ গাড়ীতে আমার পিতা ছিল। আমরা সবাই উদ্বিগ্ন। পাটকেলঘাটা থানা ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Share

YASIN ALI

Post A Comment:

1 comments:

  1. এই ভাই আমি আপনাকে পাটকেলঘাটা সাতক্ষীরা ভৈরব নগর এর করটা ঘটনা বলতে চা,, এটা
    আপনার কি ইনকাম আসতে ,,,আমার নাম্বারে কল দেন 0195037950

    উত্তরমুছুন