Navigation

২নং নগরঘাটা ইউপির ৬ নং ওয়ার্ডের নির্বাচনী হালচাল!!! মাঠে ৩ প্রার্থী লড়াই হবে দ্বিমুখী।

নগরঘাটা ইউপি নির্বাচন
বেলাল হুসাইনঃ আসন্ন ২২মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং নগরঘাটা ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে। প্রার্থীরা রাতের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছে। প্রত্যেক ইউপি নির্বাচন আসার ফলে ভোটারদের নতুন করে কদর বেড়ে যায়। ভোটাররা নানান সমস্যার কথা তুলে ধরে প্রার্থীদের কাছে।  প্রার্থীরা এক প্রকার ভোটারদের কাছে  অসহায় হয়ে পড়ে তাদের মনজয় করতে সকল দাবী-দাওয়া, চাওয়া-পাওয়া একাগ্রচিত্তে মেনে নিতে বাধ্য হয়। এবার ইউপি নির্বাচনে ২নং নগরঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বর পদে মোট জন প্রার্থী জোর প্রতিদ্বদ্বিতা করছে। তারা হলেন বর্তমান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান মুকুল, এবং নতুন প্রার্থী দেবাশীষ মন্ডল। সরেজমিনে গিয়ে নির্বাচনী বিষয় সম্পর্কে জানতে গেলে ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন দৃষ্টিপাতকে জানান, তিনি ইউপি সদস্য থাকাকালীন সময়ে এলাকার ব্যপক উন্নয়ন ঘটিয়েছেন। এর মধ্যে নগরঘাটা পুলের বাজারের অলিগলিতে ইটের সলিং বসানো, জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ার জন্য মরহুম জসিম সরদারের বাড়ির সংলগ্ন থেকে নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত  রাস্তার ইটের সলিং এর পূর্ণসংস্কারের ব্যবস্থা গ্রহণ। তিনি আরো জানান, পূনরায় নির্বাচিত হতে পারলে এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। এদিকে কথা হয় সাবেক ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান মুকুলের সাথে তিনি দৃষ্টিপাতকে জানান, তিনি নির্বাচিত হতে পারলে অবহেলিত ৬নং ওয়ার্ডবাসির  সার্বিক  উন্নয়নে সর্বদা সচেষ্টো থাকবো। এবং দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নমূলোক কর্মকান্ডে অব্যাহত থাকবো। এছাড়া কথা হয় নতুন প্রার্থী দেবাশীষ মন্ডলের সাতে তিনি দৃষ্টিপাতকে জানান, তিনি নির্বাচিত হতে পারলে কোন অর্থের বিনিময় ছাড়াই এলাকার প্রকৃত গরীব-দুঃস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা এবং ভিজিডি,ভিজিএফ কার্ড প্রণয়নের ক্ষেত্রে সকলের মতামতের ভিত্তিতে গ্রহণ করবো। এদিকে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যানা যায়, আগামী ২২ শে মার্চ ইউপি নির্বাচনে নগরঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রার্থী মধ্যে মুলত লড়াই হবে সাবেক এবং বর্তমান ইউপি সদস্যর মধ্যে।


Share

Post A Comment:

0 comments: