Navigation
Recent News

আজ লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে একদিনের ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্ততি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
অপরদিকে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দিয়ে পাল্টা অবস্থান নিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার রাত আটটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। আমরা আমাদের নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছি।

শুক্রবার বিকেলেই বাংলাদেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা জানাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনে আনুষ্ঠানিক কোন সভা সমাবেশের কর্মসূচি না থাকলেও তাঁর জন্য নির্ধারিত হোটেলে নেতাকর্মীদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী।

অপরদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টায় ক্ল্যারেজ হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমদ-এর পক্ষে এক বার্তায় এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
Share

Post A Comment:

0 comments: