মোহাম্মাদ ইয়াছিনঃ সাতক্ষীরার চার’শ বছরের ঐতিহ্যবাহী ‘গুড়পুকুরের মেলা’র উদ্বোধন করা হয়েছে।
ঐতিহ্যবাহী এ মেলা উপলক্ষে শহীদ আব্দুর
রাজ্জাক পার্ক সাজানো হয়েছে
নান্দনিক রূপে। পার্কের পুরো জায়গা জুড়ে বসতে শুরু করেছে
বিভিন্ন প্রকার স্টল।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কার তাজুল ইসলাম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, পৌর প্যানেল মেয়র শেখ শফিক-উদ-দৌলা সাগর, জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবপদ গাইন, পৌর কাউন্সিলর আছাদ আহমেদ অঞ্জু, শাহিনুর রহমান শাহীন, জ্যোন্সা আরা, ফারহা দিবা খান সাথী, ফরিদা আক্তার বিউটি, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
উল্লেখ্য,
২০০১ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে
মেলা চলাকালীন শহরের স্থানীয় রকসি সিনেমা হল ও স্টেডিয়ামে সার্কাসের প্যান্ডেলে বোমা হামলা হয়। সে
হামলায় ৩জন মারা যায় এবং আহত হয়
শতাধিক। এর পর থেকে দীর্ঘ আট বছর গুড়পুকুরের মেলা বন্ধ ছিল এবং
২০০৯ সাল থেকে
স্বল্প পরিসরে হলেও শুরু হয় এ মেলা। তবে ফিরে পায়নি মেলার প্রাণ।

Post A Comment:
0 comments: