Navigation

নগরঘাটায় প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের কুটির শিল্প



মোহাম্মাদ ইয়াছিনঃ বাজারে সহজলভ্য বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের পণ্যের জোয়ারে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার বাঁশ ও বেতের কুটির শিল্প। তালা উপজেলার নগরঘাটায় এক সময় এসব বাঁশ বেতের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ছিল আকাশচুম্বি।
কিন্তু কালের পরিক্রমায় প্লাস্টিক সামগ্রীর কাছে হার মানতে বাধ্য হচ্ছে গ্রামীণ সমাজের নিত্য প্রয়োজনীয় বাঁশ ও বেতের তৈরি সামগ্রী সমূহ। এতে করে এসব কুটির শিল্পের সঙ্গে জড়িত পরিবাবরগুলোর আর্থিক দৈন্যতা বেড়েই চলেছে। প্রয়োজনীয় পুঁজির অভাবে বিলুপ্তির দারপ্রান্তে বাপ-দাদাদের হাতে গড়া শিল্পটি। আর এই শিল্পকে রক্ষার দাবি জানিয়েছে এসব পরিবার।
বাঁশ ও বেতের তৈরি এসব পণ্যের মধ্যে রয়েছে কুলা, চাটাই, হাঁস-মুরগির খাঁচা, সাজি, ঢাকনা, চালনি, পালা, খাঁচা, মোড়া বেতের ধামা, চেয়ার, টেবিল, দোলনা, খারাই, পাখা, বই রাখার তাক, ঘুনি, ডালা ও ঝুড়ি।


Share

Post A Comment:

0 comments: