Navigation

ত্রিশমাইল থেকে পুলের বাজার পযর্ন্ত রাস্তার সংস্কারে গড়িমশিঃ জন সাধারণ চরম দূর্ভোগে।

বেলাল হুসাইনঃ নগরঘাটা ত্রিশমাইল থেকে পুলের বাজার পযর্ন্ত জনবহুল পাকা রাস্তাটি সংস্কারের নামে চলছে গড়িমশি। ফলে পথচারীদের চলাচলের ব্যাপক দূর্ভোগের শিকার হতে হচ্ছে। গত ৩/৪ মাস পূর্বে জনবহুল রাস্তাটি খুঁড়ে রাখলে ও  আজ পযর্ন্ত সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি ঠিকাদার । এলাকাবাসী জানান, গত কয়েকদিন পূর্বে উক্ত  রাস্তায় নতুন করে বালি ফেলার পরে দূর্ভোগ চরমে উঠেছে। বৈশাখী হওয়ায় ফিরফিরে বাতাসে শুকনা বালি আর ঘাম শরীরে মিশে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠছে পথচারীরা। চলতি উঠতি বোরো মৌসুমের ফসল বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে বেশি বিড়াম্বনার শিকার পোহাতে হচ্ছে কৃষকদের। বিকল্প রাস্তা দিয়ে ধান কিংবা অন্যান্য ফসলাদি নিয়ে আসার ফলে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। এছাড়া এই রাস্তাদিয়ে ধান আমদানি-রপ্তানি করতে না পারায় নগরঘাটায় কয়েকটি চাতাল ব্যবসায়ির চাতাল বন্ধ প্রায়।  এছাড়া প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করতে গিয়ে উক্ত ঠিকাদারের বিরুদ্ধে পথচারীরা বিভিন্ন ধরণের অসৌজন্যমূলক  কথা বার্তারা বলতে লক্ষ্য করা গেছে। এই রাস্তা দিয়ে ত্রিশমাইল পার হলে সামনে পুলের বাজার, নগরঘাটা আমিনিয়া আলীম মাদ্রাসা, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ, নগরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নগরঘাটা বিথী প্রি-ক্যাডেট স্কুল, নগরঘাটা রাইচ মিল মোড়, নগরঘাটা পোড়ার বাজার, ধানদিয়া মৌলভী বাজার, ধানদিয়া ফুলবাড়ী বাজার, ফুলবাড়ী জনতা ব্যাংক, সেনেরগাঁতি বাজার, চৌরাস্তা বাজারসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান,বাজার ব্যাংক রাস্তার ধারে অবস্থিত। এমতাবস্থায় এলাকাবাসী অতি দ্রুত উক্ত জনবহুল এই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।
Share

Post A Comment:

1 comments: