Navigation

নগরঘাটায় নির্বাচনী প্রতীক পেয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

nagarghatanews, নগরঘাটা নিউজ
নিজস্ব প্রতিনিধিঃ নগরঘাটায় নির্বাচনী প্রতীক পেয়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।, বাঁজছেধ চারদিকে বিভিন্ন প্রার্থীদের প্রচার মাইক, রাস্তায় রাস্তায় ঝুলছে প্রার্থীদের ব্যানার ও পোষ্টার, মাঝে মাঝে বাচ্চাদের মিছিল পুলকিত করছে সকলকে কিন্তু বাঁধ সেধেছে নির্বাচনী বিধিমালা! ৩রা মাচ নগরঘাটায় প্রতীক নির্দিষ্ট হওয়ার পরই জমে উঠেছে নির্বাচন। এবার নির্বাচনে ২নং নগরঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়্। নির্বাচনে ৩ জন প্রার্থী মাঠে আছে। এরা হলেন আওমীলীগের মনোনীত একক প্রার্থী নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক নগরঘাটা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফাজ্জেল হোসেন তাজেল এর জ্যৈষ্ঠ পুত্র মোঃ কামরুজ্জামান (লিপু) নৌকা প্রতীকে, বি.এন.পির মনোনীত একক  প্রার্থী নগরঘাটা ইউনিয়ন বি.এন.পির সভাপতি মোঃ মহব্বত আলী সরদার ‘ধানের শীষ’ প্রতীকে, জাসদের মনোনীত একক  প্রার্থী সাতক্ষীরা জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষাল ‘মশাল’ প্রতীকে।
প্রতীক পাওয়ার পরে নড়েচড়ে বসছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দোয়ারে দোয়ারে, চাচ্ছেন দোয়া এবং ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি, থাকবেন পাশে, করবেন এলাকার উন্নয়ন। সাথে ভোটাররা ও পাচ্ছেন মূল্যায়ন। তবে ভোটাররা দেখছেন কে স, যোগ্য, বিপদে পাশে থাকবেন এক প্রার্থী।
Share

Post A Comment:

1 comments: