ইয়াছিন আলীঃ নগরঘাটা পোড়ার বাজার কমিটির উদ্যোগে আয়োজিত বাজার উন্নয়নকল্পে এক মত বিনিময় সভা গতকাল রাত ৮টায় নগরঘাটা পোড়ার বাজার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নগরঘাটা পোড়ার বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ সাইদুল আলম বাবলুর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেন অশুভ শক্তি যাহাতে শিকুড় গড়তে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধীরা তৎপর উল্লেখ করে তিনি বলেন ৭৫এর গণ হত্যা ৭২এর চেতনা উল্টোদিকে নিয়ে যাওয়া তাদের লক্ষ্য।তিনি আর ও বলেন বিদেশী নাগরিক হত্যা সহ মুক্তমনার ব্লগার হত্যাকরে বাকস্বাধীনতা হরণ করা যাবেনা।এছাড়া তিনি আরও বলেন নগরঘাটা পোড়ার বাজারের সার্বিক উন্নয়ন,এলাকার জলাবদ্ধতা দূরিকরণ,অবহেলিত হরিণখোলা গোয়ালপোতা গ্রামের ১.৫কিমি পাকা রাস্তা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলকে আসস্থ করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিদুল হক,এ্যাডঃ ফাহিমুল হক কিসলু,পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম,নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি স.ম. আক্তার-উল-আলম,সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান লিপু,পোড়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন প্রমুখ।
Post A Comment:
0 comments: