Navigation
Recent News

২নং নগরঘাটা ইউপি সচিব অসীম কুমার ঘোষ অসুস্থ



নগরঘাটা ইউপি সচিব
 অসীম কুমার ঘোষ

তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের সচিব অসীম কুমার ঘোষ গত বৃহস্পতিবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় নিজ বাসভবনে হঠা মস্তিস্কে রক্তক্ষরন জণিত কারনে গুরুতর অসুস্থ হয়ে পরেন।
প্রথমে তাকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার কোন প্রকার উন্নতি না হলে গতকাল শুক্রবার তাকে দ্রুত ঢাকায় অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। অসীম কুমার ঘোষ দ্রুত অরোগ্যলাভ কামনায় সকলের আশির্বাদ কামনা করেছে ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার,নগরঘাটা নিউজ ও সকল ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যরা।
Share

Post A Comment:

0 comments: