Navigation

নগরঘাটায় চার’শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু




মোহাম্মাদ ইয়াছিনঃ  সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু হচ্ছ ১৮ সেপ্টেম্বর থেকে, চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সুদীর্ঘ কাল থকে সাতক্ষীরার এ ঐতিহ্যবাহী মেলা শুরু হয় ভাদ্র মাসে শেষ তারিখ হতে।
প্রতি বছরের নেয় এবার ও সাতক্ষীরা জেলার আন্তগর্ত তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। মেলা শুরু হতেই মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। এ মেলা যেন বঙ্গালির প্রাণের মেলা। এবারের মেলায় প্রতি বছরের নেয় এবার ও ইলিশ মাছের বাজার বিখ্যাত। তাছাড়া ও আছে মাটির পুতুল,হাড়ি-পাতিল,মাটির নৌকা,বিভিন্ন প্রকারের কসমেটিক্স,বাচ্ছাদের খেলনা,তাছাড়া আছে বাহারি মিষ্টির দোকান।
Share

Post A Comment:

0 comments: