Navigation

ঈদের শুভেচ্ছামোহাম্মাদ ইয়াছিনঃ ঈদ-উল আযহা উপলক্ষে ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বস্থরের মানুষের ঈদের শুভেচ্ছা জানান। এবং সর্বস্থরের মানুষের খোজ খবর নেন। ঈদ আনন্দের দিন, খুশির দিন, সবের দিন।
ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ, খুশির বার্তা । ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বার বার আমাদের কাছে আনন্দের উসব হিসাবে ঈদ আসে। ঈদ আনন্দের আর উসবের বলেই তা পুরনো হয় না। প্রতি বছরই ঈদ আসে নতুনের মত। মহা ধুমধামে পালিত হবে কোরবানীর ঈদ হিসেবে পরিচিত বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উসব ঈদ-উল আযহা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ঈদ উসবে মিলিত হই সকল ভেদাভেদ ভুলে। চাওয়া পাওয়ার হিসাব না মিলিয়ে আমরা এক কাতারে সামিল হই। ঈদ আমাদের কাছে প্রতি বছর নতুন প্রেরণা নিয়ে উপস্থিত হয়। যে প্রেরণা আমাদের আন্দোলিত করে, উদ্ভাসিত করে। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ে ঈদগাহ ময়দানে জমায়েত এবং নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ভ্রাতৃত্ব ও সাম্যের বন্ধন গড়ে ওঠে। ইসলামের মুল বানীই হচ্ছে সাম্য ও ভ্রাতৃত্ববোধ। পবিত্র ঈদ-উল-আযহার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে হালাল পশু কুরবানী। সাধ্য মতো মুসলিম নারী পুরুষ পশু কুরবানী করেন।
Share

Post A Comment:

0 comments: