Navigation

মিনায় হজ দুর্ঘটনা দায়িত্ব সৌদি সরকারকেই নিতে হবে-ইরান।



মোহাম্মাদ ইয়াছিনঃ সৌদি আরবের পবিত্র মক্কা ও মিনায় যেসব দুর্ঘটনা ঘটেছে তার দায়িত্ব সৌদি সরকারকেই নিতে হবে। এ কথা বলেছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
তিনি আরো বলেছেন, মিনায় সংঘটিত দুর্ঘটনার দায়িত্ব এড়ানোর জন্য সৌদি সরকার যেসব বক্তব্য দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, এ বিপর্যয়কেভাগ্যবলে চালিয়ে দেয়া সৌদি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের উচিত হবে না। তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে বৃহস্পতিবার মিনায় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আমির আব্দল্লাহিয়ান বলেন, ইরান আশা করে শিগগিরি সৌদি সরকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাবে এবং হতাহত ইরানি হাজিদেরকে দেশে পাঠানোর সুষ্ঠা ব্যবস্থা করবে। দুর্ঘটনার পর সৌদি কর্মকর্তারা যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তাতেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অন্যায় বক্তব্য না দিয়ে সৌদি কর্মকর্তাদের উচিত এ ঘটনার দায়িত্ব স্বীকার করা।(সূত্র-রেডিও তেহরান)


Share

Post A Comment:

0 comments: